কাহারোলে ইউ,পি সদস্যের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ৩০ মে, ২০১৪, ০৭:১০:১৬ সন্ধ্যা

ব্রজেন রায়। কাহারোল (দিনাজপুর) উপজেলাধীন ১নং ডাবোর ইউ,পি সদস্য আব্দুল মালেক ২০১৩-২০১৪ অর্থ বছরের এল,জি,এস- ২নং নলকূপ স্থাপনে ব্যপক অনিয়ম করেছে। জানা গেছে, কাহারোল থানাধীন ১নং ডাবোর ইউ,পি-এর ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক তার নিজের ভাই বাবুলকে একটি নলকূপ প্রদান করে, যেটি তার চায়ের দোকানে ব্যবহার করে আসছে। রুকুনপুর গ্রামের আফজাল পিতা মৃতঃ আইজউদ্দিন এবং একই গ্রামের আব্দুল মান্নান পিতা মৃতঃ হেজমত আলী-এর বাড়ির ভিতরে দুইটি নলকূপ স্থাপন করা হয়। যা জনগনের জন্য ব্যবহার করা হচ্ছে না। উল্লেখ্য যে, উক্ত নলকূলগুলো জনস্বার্থে ব্যবহার করার জন্য এল,জি,এস,পি কর্তৃক প্রদান করা হয়েছে। যেগুলো ব্যক্তিগত ভাবে ব্যবহার করা যাবেনা বা বাড়ির মধ্যে স্থাপন করা যাবেনা। আরো দু্িট নলকূপ স্থাপন করা হয় পরিীত পিতা মৃতঃ ভুসেন এবং মনরোঞ্জন পিতা সুরেন রায়-এর বাড়িতে । সে গুলোও স্থাপন করতে অনিয়ম করেছে বলে জানাগেছে। প্রকাশ থাকে যে, ইউ,পি সদস্য আব্দুল মালেক কিছু অর্থের বিনিময়ে ও তার সমর্থিত লোকদের মাঝেই উক্ত বরাদ্ধ কৃত নলকূপগুলো স্থাপন করে অনিয়ম করেছে।

এ ব্যপারে উর্ধতন কর্তৃপরে সুদৃষ্টি কামনা করিতেছি।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228473
৩০ মে ২০১৪ রাত ১০:৫৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৬ জুন ২০১৪ রাত ১১:৩২
178359
দেখা হবে বিজয়ে লিখেছেন : ধন্যবাদ
341520
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০১
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : আপনার বাসা কি দিনাজপুরে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File